চকবাজার জামে মসজিদ/ বড় মসজিদ ময়মনসিংহ

You are currently viewing চকবাজার জামে মসজিদ/ বড় মসজিদ ময়মনসিংহ
51 Views

বড় মসজিদ – এর অবস্থান

ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ময়মনসিংহ নগরীর প্রাণকেন্দ্রে কোতোয়ালি মডেল থানার পাশে চকবাজার নামক স্থানে আনুমানিক পৌনে ২০০ বছর আগে (১৮৫০/১৮৫২ খ্রিস্টাব্দ) গণ্যমান্য মুসলমানরা নামাজ আদায় করার জন্য টিনের ছাপরা দিয়ে একটি মসজিদ নির্মাণ করেন। এই মসজিদটিই এখন বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের গর্ব ও ঐতিহ্যের স্মারক।

ইতিহাস

১৯ইতিহাস৩৫ সালের বেঙ্গল ওয়াকফ অ্যাক্টের অধীনে মসজিদটি পাবলিক এস্টেটে পরিণত হয়। প্রায় শূন্য এক দশমিক ৯ একর জমির ওপর নির্মিত তিনতলার সুরম্য স্থাপত্য বড় মসজিদ। মসজিদটির দৈর্ঘ্য ১০৫ ফুট এবং প্রস্থ ৮৫ ফুট।বড় মসজিদে  প্রায় পাঁচ হাজার মুসুল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে অপূর্ব অলংকরণে সুশোভিত মসজিদের ১২৫ ফুট উঁচু দুইটি মিনার ও একটি কেন্দ্রীয় সুবৃহৎ গম্বুজে ব্যবহৃত হয়েছে চীনামাটির তৈজসপত্রের টুকরো দিয়ে তৈরি নান্দনিক নকশাকৃত আস্তরণ।