বিপিন পার্ক

বিপিন পার্ক

ইতিহাস ঐতিহ্যের সূতিকাগার ময়মনসিংহের বিপিন পার্ক। ছায়া সুনিবিড় ছিমছাম এক পরিবেশ। স্টিলের পাইপের সীমানা প্রাচীর, পাকা স্ল্যাবের হাঁটার পথ। ছোট্ট একটি পার্ক, যেখানে রয়েছে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলীর ছোঁয়া। পাশ দিয়েই বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। ছবির মতোই নজরকাড়া সৌন্দর্যের এ বিনোদন কেন্দ্রটির নাম বিপিন পার্ক।
কংগ্রেস জুবিলি রোডে স্বল্প পরিসরে পার্কটি পুনর্নিমিত হয়েছে ‘থিমপার্ক’ হিসেবে। পার্কের মাঝখানে বসানো হয়েছে ঝরনা। সেখানে রয়েছে ৯ ফুট উঁচু তিনটি দেশি প্রজাতির ডলফিন (শুশুক) । ফাইবারের তৈরি দৃষ্টিনন্দন স্থাপনায় পার্কটি পেয়েছে নতুন অস্তিত্ব।

সময়ের স্রোতধারায় সব বয়সী মানুষের বিনোদনে পার্কটি হয়ে উঠেছে আকর্ষণীয়। পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের নিয়ে নির্ভার আনন্দে মেতে উঠতে ছুটির দিনগুলোতে এ বিনোদন কেন্দ্রে ভিড় করেন নানা বয়সী মানুষ। এ পার্ক থেকে ব্রহ্মপুত্র নদ দেখা হয়। ব্রহ্মপুত্রের ঝিরিঝিরি বাতাস এখানে আসা পর্যটকদের প্রাণ জুড়ায়। নদের বুকে ভেসে বেড়ানো পালতোলা নৌকা কিংবা নদের ওপারের চরের মানুষের জীবন-জীবিকার চিত্রও দর্শণার্থীদের মুগ্ধ করে।
তাছাড়া বিপিন পার্কের হরেকরকমের চা য়ের স্বাদ অতুলনীয়।

ময়মনসিংহের রাজনৈতিক ইতিহাস আর ঐতিহ্যের সাক্ষী এই পার্ক। প্রায় ২০০ বছরের পুরনো এই পার্ক । যা আজো ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান ডাঃ বিপিন বিহারী সেনের স্মৃতি বহন করছে।

ঐতিহ্যবাহী বিপিন পার্ক

স্বাধীনতার আগে ঐতিহ্যবাহী এ পার্কটি ব্যবহার করা হতো রাজনৈতিক সভা-সমাবেশের জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানীসহ গুরুত্বপূর্ণ নেতাদের সমাবেশে বিপিন পার্ক জনাকীর্ণ হতো। ময়মনসিংহ জেলার ভাষা আন্দোলনের সূচনাও হয়েছিল এখান থেকেই । স্বাধীনতা সংগ্রামসহ সকল আন্দোলনেই এই পার্ক ছিল মিছিল আর জনসভায় মুখর। ১৯৪৭ সালের ডিসেম্বর মাসেই রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এক ছাত্র সমাবেশ হয়েছিল এই বিপিন পার্কে।

১৯৪৮ সালের ১১ মার্চ মুসলিম ছাত্রলীগের জেলাকমিটির নেতৃত্বে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এক মিছিল হয়। মিছিল শেষে এই বিপিন পার্কে অনুষ্ঠিত হয় এক ছাত্র সমাবেশ । সেই মিছিল ও ছাত্র সমাবেশের নেতৃত্ব দিয়েছিলেন, রফিকউদ্দিন ভূঁইয়া । এরপর ২৫ মার্চ মোহাম্মদ আলী জীন্নাহর উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষনার প্রতিবাদে বিপিন পার্কে এক ছাত্র-জনসভা অনুষ্ঠিত হয়। এভাবে ভাষা আন্দোলন ছাড়াও সকল আন্দোলনেই বিপিন পার্ক ছিল কেন্দ্রবিন্দু।

নিরাপত্তার স্বার্থে সন্ধ্যার পর পাশ্ববর্তী জয়নুল উদ্যানে অবস্থান করার সুযোগ না থাকলেও এ পার্কে তেমন বিধি নিষেধ নেই। ফলে সন্ধ্যার পরেও অনেকেই স্বপরিবারে ঘুরতে আসেন এখানে।

বিপিন পার্ক এর অবস্থানঃ

জুবলী ঘাট, ময়মনসিংহ সদর, ময়মনসিংহ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *