mymensingh.info

ময়মনসিংহ নামকরণের ইতিহাস

একটি অঞ্চল বা জনপদের নাম করণের সঙ্গে সেই অঞ্চলের ভৌগলিক অবস্থান সামাজিক-সাংস্কৃতিক ঐতিহাসিক এবং ঐতিহ্যগত প্রেক্ষাপট জড়িত থাকে।

বিজ্ঞাপন

ময়মনসিংহ নামকরণের সঙ্গে এ অঞ্চলের সংস্কৃতি ও ঐতিহ্যগত দিকটি বিশেষভাবে জড়িত রয়েছে। প্রাচীন ইতিহাস ইতিবৃত্ত, ঐতিহ্য ও কিংবদন্তীদের এই অঞ্চলটি ব্রিটিশ আমলে সেকালের বৃহত্তম জেলা শহর ছিল। ভৌগলিক আবহ, জনসমাজ, সাহিত্য, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য, লোকপুরাণ ইত্যাদির কারণে দেশ বিদেশের অনেককেই মুগ্ধ করেছে এই অঞ্চলটি।

বিভিন্ন সময়ে বিভিন্ন রাজা জমিদার দেশি-বিদেশি শাসক প্রাচীন ময়মনসিংহকে শাসন করেছে। এই পটভূমিতে ইতিহাসের বিভিন্ন পর্যায়ের বিভিন্ন নামকরণ লক্ষ্য করা যায়।

মধ্যযুগের মুসলিম শাসনের সময় থেকে ইংরেজি রাজত্বে আধুনিক ময়মনসিংহ জেলা শহরের উদ্ভব সময় পর্যন্ত ঐতিহাসিকগণ বিভিন্ন সূত্র ধরে নামকরণের বিভিন্ন ইতিহাস-ইতিকথা বলে গেছেন। এক সময় এই জেলাটি শুধু বাংলাদেশ নয় উপমহাদেশের বৃহত্তম জেলা ছিল।আজ সেই বিরাট জেলা ৬ টি জেলা তে রূপান্তরিত হয়ে স্বাধীনতার পর বর্তমান রূপ ও আকার ধারণ করেছে।

প্রাচীনকালে এই অঞ্চলটির নাম ছিল “মোমেনশাহী”। মোগল আমলের সাধক মোমেন শাহ– এর নাম অনুসারে এ অঞ্চলের নাম রাখা হয় মোমেনশাহী। পরবর্তীতে ইংরেজ গবেষক জ্যারেট সাহেব ফারসি ভাষায় আইন-ই-আকবরী অনুবাদ করার সময় মোমেনশাহী কথাটি ইংরেজিতে মোমেনসিংহ লিখে ফেলেন। এরপর থেকেই এই অঞ্চলের নাম তিন ভাবে উচ্চারণ করা হয় “মোমেনশাহী”, “মোমেনসিংহ”, “মৈমনসিং”

ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ‘র জন্য ময়মনসিংহ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন তার নাম অনুসারে অঞ্চলটির নাম রাখেন “নসরতশাহী”, পরবর্তীতে যা নাসিরাবাদ রূপ ধারণ করে। “বর্তমান সময়ে নাসিরাবাদ নামে ময়মনসিংহে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের রয়েছে।

অন্য এক মতে পাওয়া যায় প্রাচীনকালে “মৈনসিংহ” নামে একজন রাজা বাস করতেন যার নাম অনুসারে ওই অঞ্চলের নাম মৈমনসিংহ তথা পরবর্তীতে ময়মনসিংহ রাখা হয়।

ডঃ আশরাফ সিদ্দিকী লিখেছেন “ময়মনসিংহ নামটি ঐতিহ্যবাহী” ইংরেজ আমলে জেলা শহরের পত্তন এর যুগে এক ইংরেজ ঐতিহাসিকের লেখার বিবৃতিতে মাইমেনসিংহ কথাটি উঠে আসে। এতকাল ধরে ইংরেজদের ব্যবহৃত এই নামই চালু রয়ে গেছে অন্য নাম এখন আর ব্যবহার করা হয় না।

অন্য আরেক সূত্রে জানা যায়, ভোট-চীনীয় বা তিব্বত-চীনীও ভাষাগোষ্ঠীর একটি শাখা হচ্ছে “বড়ো বাসা” এই বড়ো ভাষায় “ময়” বা মায় শব্দের অর্থ হচ্ছে ধান। আর “মৌনসিংহ বা মৌমসিন” শব্দ দ্বারা “প্রচুর” বোঝায়। অর্থাৎ ময়মনসিংহ শব্দে সেই স্থানকে বুঝায় যেখানে প্রচুর ধান পাওয়া যায়।

ময়মনসিংহ এই নামকরণটি সমাজ, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের ধারাবাহিকতায় সত্যিকার অর্থেই তার সার্থকতা কে প্রতিপন্ন করতে সক্ষম হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *