জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) বাংলাদেশের ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ত্রিশাল উপজেলার নামাপাড়া
বটতলায় অবস্থিত একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ময়মনসিংহ শহর হতে প্রায় ২২ কিলোমিটার দূরে এবং ত্রিশাল উপজেলা সদর হতে ৩ কিলোমিটার দূরে নামাপাড়া বটতলায় অবস্থিত।

 

এই বিশ্ববিদ্যালয়টি ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ঢাকা হতে এর দূরত্ব ১০০ কিলোমিটার। কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বটতলা ঘেঁষে বিশ্ববিদ্যালয়টি ৫৭ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। এখানে বর্তমানে প্রায় ৭ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। সর্বপ্রথম বিশ্ববিদ্যালয়টির উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন এম. শামসুর রহমান ৭ জুন ২০০৬ সালে । এবং বর্তমানে উপাচার্যের দায়িত্বে আছেন অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

♦কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তার স্মরণে কবি নজরুলের স্মৃতি বিজরিত বটতলাতে এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়। কবি নজরুল ছোট বেলায় এই বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। কবি ত্রিশালের দরিরামপুর হাইস্কুলে (বর্তমানে সরকারি নজরুল একাডেমী) পড়াশুনা করেছেন। তাই তাঁর স্মৃতিবিজড়িত এলাকায় এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয় কবি’র নিজের নামে।

♦ইতিহাসঃ-

বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম ১৯৯০-এর দশক থেকে বেসরকারি খাতে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য একটি কমিটি গঠন করে। এই কমিটির সভাপতি ছিলেন ড. আশরাফ সিদ্দিকী, সহ-সভাপতি অধ্যক্ষ হামিদা আলী এবং কোষাধ্যক্ষ বদিউজ্জামান, অবসরপ্রাপ্ত মহাপরিচালক, বাংলাদেশ ডাক বিভাগ। ফোরাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্দেশ্যে দুই ধরনের সাহায্যদাতা সংগ্রহ করে। ১. অর্থদাতা, ২. জমিদাতা। অর্থদাতাদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেন তৎকালীন ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফ, বেশকিছু সংখ্যক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চিকিৎসক এবং বিদ্যানুরাগী।

২০০৪ সালের ফেব্রুয়ারিতে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যে একনেকের বৈঠকে একটি প্রকল্প অনুমোদিত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালের পহেলা মার্চ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। ২০০৭ এর ২৫ মার্চ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে বেগম খালেদা জিয়া দুটি অনুষদের কার্যক্রম উদ্বোধন করেন এবং ৩ জুন ২০০৭ এ প্রথম ব্যচের ক্লাস শুরু হয়। অধ্যাপক ড. মোহাম্মদ শামসুর রহমান ছিলেন প্রথম উপাচার্য।প্রথম ব্যাচে কলা অনুষদের অধীনে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, সংগীত বিভাগ এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের অধীনে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ১৮৫ জন ছাত্র ভর্তি হয়।

♦অনুষদের নামবিভাগ সমূহঃ-
♦বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ
♦কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
♦তড়িৎ এবং ইলেকট্রনিক প্রকৌশল বিভাগ
♦পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ
♦পরিসংখ্যান বিভাগ
♦ব্যবসায় প্রশাসন অনুষদ
♦হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগ
♦ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগ
♦মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ
♦ব্যবস্থাপনা বিভাগ
♦সামাজিক বিজ্ঞান অনুষদ
♦অর্থনীতি বিভাগ
♦লোকপ্রশাসন ও সরকার ♦পরিচালনা বিদ্যা বিভাগ
♦ফোকলোর বিভাগনৃবিজ্ঞান বিভাগ
♦পপুলেশন সায়েন্স বিভাগ
♦স্থানীয় সরকার এবং নগর উন্নয়ন বিভাগ
♦সমাজবিজ্ঞান বিভাগ
♦কলা অনুষদ
♦বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ
♦ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ
♦সঙ্গীত বিভাগচারুকলা বিভাগ
♦থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ
♦ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ
♦দর্শন বিভাগ
♦আইন অনুষদআইন ও বিচার বিভাগ

 

উল্লেখযোগ্য গবেষণা সমূহঃ-

  • বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক ড. আশরাফ আলী সিদ্দিকীর নেতৃত্বে একদল গবেষক কক্সবাজারে উচ্চামাত্রার ইউরেনিয়ামের সন্ধান পায়।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রয়েছেঃ-
♦প্রশাসনিক ভবন সমূহ
♦অনুষদীয় ভবন সমূহ
♦ছাত্র ,ছাত্রীদের আবাসিক হল
♦ক্যাফেটেরিয়া
♦বঙ্গবন্ধু ভাস্কর্য
♦কাজি নজরুলের স্মৃতি বিজড়িত বটতলা
♦ সেন্ট্রাল লাইব্রেরি
♦সেন্ট্রাল স্মৃতিসৌধ ভাস্কর “চির উন্নত মম  শির”
♦জয় বাংলা ভাস্কর্য

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *