মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ

মুমিনুন্নেসা সরকারী মহিলা কলেজ

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ময়মনসিংহ শহরে অবস্থিত একটি সরকারি মহিলা কলেজ।

এটি শহরের টাউনহলের বিপরীতে অবস্থিত। এই কলেজটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। বৃহত্তর ময়মনসিংহ এর নারীশিক্ষা বাস্তবায়নে এই কলেজ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
৭,০০০ এর ও বেশি শিক্ষার্থী এই কলেজে পড়াশোনা করেন।
দুইটি অনুষদে বিভাগের সংখ্যা ১৪ টি।

 

ইতিহাস: 
প্রায় ৭০ বছর পূর্বে বৃহত্তর ময়মনসিংহ এর নারীশিক্ষাকে বিস্তৃত করার উদ্দেশ্যে এই কলেজ স্থাপিত হয়। সর্বজন পরিচিত সমাজসেবক আলহাজ সজুতুর রহমান খান(এম. আর. খান) মজুতুর রহমান খান আলহাজ ফয়েজ উদ্দিন খান, মফিজ উদ্দিন খান সাহেবদের মাতা মুমিনুন্নিসা এর নামে এই কলেজ প্রতিষ্ঠা করেন। এম. আর. খান কোম্পানি ১৯৫২ সালে মুমিনুন্নিসা কলেজের ভূমি ক্রয় করে দালান তৈরি করে। প্রথমে নিজেদের ব্যবস্থাপনায় এই শিক্ষাপ্রতিষ্ঠানটি পরিচালিত হতো। এই কলেজের অবকাঠামোর সিংহভাগ অর্থই এই কোম্পানি প্রদান করে। এম. আর. খান সাহেব নিজ উদ্যোগে বিভিন্ন ধনী ও সমাজসেবক ব্যক্তিগণের নিকট হতেও কলেজের জন্য অর্থ সংগ্রহ করেন।

গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক মোঃ শামসুল হক ২৯ জুলাই ১৯৫৯ সালে এই কলেজ উদ্বোধন করেন। কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন শিক্ষাবিদ আলহাজ রিয়াজউদ্দিন আহমেদ।কলেজটিতে বিজ্ঞান শাখা চালু হয় ১৯৬১ সালে, ডিগ্রী কলেজে উন্নীত হয় ১৯৬৩ সালে,১৯৮০ সালের মার্চে কলেজটি সরকারিকরণ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯৮-৯৯ সেশনে ছয়টি বিষয়ে অনার্স কোর্স চালু করা হয়। মাস্টার্স কোর্স শুরু হয় ২০০১-২০০২ সেশনে। উদ্ভিদবিদ্যায় ২০১৩-১৪ সেশনে ও প্রাণিবিদ্যায়।অনার্স ২০১৪-১৫ সেশনে চালু হয়।

বিভাগ সমূহ:

  • ভূগোল ও পরিবেশ
  • উদ্ভিদবিদ্যা
  • প্রাণিবিদ্যা
  • বাংলা
  • ইংরেজি
  • রাষ্ট্রবিজ্ঞান
  • সমাজকর্ম
  • গণিত
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
  • দর্শন
  • অর্থনীতি
  • পদার্থ বিজ্ঞান
  • রসায়ন

যা যা রয়েছে:

  • প্রসাশনিক ভবন
  • অনুষদীয় ভবন
  • ছাত্রীদের আবাসন ব্যবস্থার জন্য দুইটি ছাত্রী হোস্টেল আছে।
  • ছাত্রীদের জন্য কেন্টিন
  • গ্রন্থাগার রয়েছে, গ্রন্থাগারটিতে পুস্তকসংখ্যা প্রায় ১৬০০০
  • বকুলতলা
  • ছাত্রীদের খেলার মাঠ
  • শহীদ মিনার
  • ছায়া চত্বর

মেয়েদের জন্য সর্বোচ্চ সিকিউরিটির ব্যবস্থা রয়েছে । কলেজটিতে শিক্ষার্থী ব্যতিত অন্য কেউ প্রবেশ করতে পারে না।

অর্জন সমূহ:
⭐১৯৯৭ সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পুরস্কার পায়।
⭐১৯৯৮ সালে কলেজের প্রিন্সিপাল শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে পুরস্কার পান।
⭐ ঢাকা বোর্ড কর্তৃক আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে ভলিবলে চ্যাম্পিয়ন।
⭐ দ্বৈত ব্যাডমিন্টনে রানার্সআপ হয় কলেজের মেয়েরা।

কৃতি শিক্ষার্থী :

বিশিষ্ট সাহিত্যিক ইফফাত আরা এই কলেজ এ পড়াশোনা করেছেন।

Similar Posts

One Comment

  1. লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
    লেখাটি পড়ে ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *